ওয়েব ডিজাইন এর কাজ কি
বর্তমান সময়ে ওয়েব ডিজাইন আয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। ইন্টারনেট এবং আধুনিক প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ওয়েব ডিজাইনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে, আপনি কি ওয়েব ডিজাইন এবং ওয়েব ডিজাইন কোর্সের কাজ কী তা জানতে আগ্রহী? তাহলে আমাদের আজকের এই নিবন্ধটি খুবই কার্যকর হতে চলেছে।
কারণ আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে পারেন, তাহলে আপনি চাইলে প্রতি মাসে ভালো পরিমাণ আয় করতে পারবেন। কিন্তু তার আগে, আপনার ওয়েব ডিজাইন সম্পর্কে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন যেমন ওয়েবসাইট ডিজাইনের নিয়ম, ওয়েব ডিজাইনের ধাপ, ওয়েব ডিজাইন কোর্স ইত্যাদি। কম খরচে ওয়েব ডিজাইন কোর্স করলে সাফল্যের পথে পৌঁছানোর সুযোগ পাওয়া যায়।
উপস্থাপনা – ওয়েব ডিজাইন
ওয়েব ডিজাইন এর স্কিল থাকলে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে একটি সুস্পষ্ট ক্যারিয়ার শুরু করতে পারবেন। এছাড়াও একজন ফ্রিল্যান্সার হিসেবে চাইলে আপনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা আইটি সেন্টার এর অনলাইন উপস্থিতি পরিবেশন করতে করতে পারবেন। বর্তমান যুগে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দিন দিন ডিজিটাল প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল হচ্ছে, তাই এই ওয়েব ডিজাইন এর চাহিদা অনেক বেশি।
বর্তমান ইন্টারনেটের হচহে মূলত যুগ। ইন্টারনেটের ব্যপক ব্যবহারের ফলে মানুষের মধ্যে যোগাযোগ যেমন সহজ হয়েছে ঠিক তেমনি তৈরি হয়েছে নতুন নতুন কর্মক্ষেত্র। মানুষ এখন ইন্টারনেটে নিজের ক্যারিয়ার গড়ছে। ইন্টারনেটে নিজের ক্যারিয়ার গড়ার জন্য অনেক পেশা রয়েছে। তার মধ্যে হতে ওয়েব ডেভেলপমেন্ট অন্যতম গুরুত্বপূর্ণ একটি পেশা। আজকে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানবো।
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কি
আমরা প্রথমে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কি সেই সম্পর্কে আগে জানবো। আমরা সবাই প্রতিদিন নানারকম ওয়েবসাইট ভিজিট করে থাকি এবং অনেক কাজও করি। যেমন ফেসবুক, টুইটার, গুগল ইত্যাদি। এগুলি সাইট একটার সাথে আরেকটির কোন মিল নেই। এগুলো সাইটের কাজ ভিন্ন।
এই যে একটি ওয়েবসাইটের ডিজাইন ও স্ট্রাকচার এটাকেই মূলত ওয়েব ডিজাইন বলা হয়। অল্প কথায় বলতে গেলে, একটি ওয়েবসাইট দেখতে কেমন হবে, কোথায় লোগো থাকবে, কোথায় কন্টেন্ট থাকবে, কোথায় মেনু থাকবে, এসবই হচ্ছে ওয়েব ডিজাইন।
ওয়েব ডেভেলপমেন্ট মূলত, যেমনটি আমরা শুরুতেই বলেছি, প্রতিটি ওয়েবসাইটের কাজ আলাদা এবং তারা বিভিন্ন উপায়ে কাজ করে। উদাহরণস্বরূপ, আমরা ফেসবুকে ছবি আপলোড করি, গুগলে একটি বিষয় অনুসন্ধান করি। একটি ওয়েবসাইট কী করবে এবং কীভাবে কাজ করবে তা হল ওয়েব ডেভেলপমেন্টের কাজ।
ওয়েব ডেভেলপমেন্ট কত প্রকার
ওয়েব ডেভলপমেন্ট মূলত ৩ ভাগে ভাগ করা হয়। যদিও এর মধ্যে আরও বিভিন্ন প্রকারের উপভাগ রয়েছে। ওয়েব ডেভেলপমেন্ট প্রকারভেদ বিস্তারিতভাবে নিম্নে তুলে ধরা হলঃ
- ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট
- ব্যাক এন্ড ডেভেলপমেন্ট
- ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট
ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টঃ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হলো সেই অংশ যা ব্যবহারকারীদের সাথে সরাসরি সাম্প্রতিক। এটি ওয়েবসাইট বা এপ্লিকেশনের দর্শনীয় এবং ইন্টার অ্যাক্টিভেশন তৈরি করে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে যেমন,
- HTML ওয়েব পেজের মৌলিক কাঠামোগুলি তৈরি করে
- CSS পৃষ্ঠার টাইলস এবং লেআউট নিয়ন্ত্রণ করে।
- Java Script ও ডায়নামিক কনটেন্ট সংযুক্ত করে।
ব্যাক এন্ড ডেভেলপমেন্টঃ ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হল সার্ভার সাউন্ড এর কাজ, যা ব্যবহারকারীদের অদৃশ্য অংশে কাজ করে। এটি ওয়েবসাইট কার্যকারিতা, ডাটা প্রোগ্রামিং এবং ডেটাবেজ ম্যানেজমেন্ট পরিচালনা করে। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
- সার্ভার ভাষা যেমন পিএইচপি, জাভা, পাইথন, রুবি উপলব্ধ
- ডাটাবেজ যেমন MYSQL, MongoDB, SQLitePostgreSQL
- ওয়েব সার্ভার যেমন Apache, Nginx
ফুল স্ট্যাক ডেভেলপমেন্টঃ ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট হল ফন্ট এন্ড এবং ব্যাক এন্ড উভয় ক্ষেত্রেই কাজ করা। ফুল স্ট্যাক ডেভেলপাররা একটি প্রজেক্টর সমস্ত স্তর পরিচালনা করতে সক্ষম হন। এই ধরনের ডেভলপাররা ফ্রন্ট ইন্ড ডেভলপমেন্ট এবং ব্যাক ইন্ড ডেভলপমেন্ট উভয় ধরনের কাজ করে।
অর্থাৎ, এই ধরনের ডেভেলপাররা HTML, CSS, JavaScript এর মতো ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট ভাষা এবং PHP, Java, .Net ইত্যাদির মতো ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট ভাষা শেখে।
ওয়েব ডিজাইন এর কাজ কি
ওয়েব ডেভেলপমেন্ট এর আসল কাজ হচ্ছে মূলতএকটি ওয়েবসাইটকে পরিপূর্ণভাবে কাস্টমাইজ করে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত তৈরি করা এবং সেই ওয়েবসাইটকে অনলাইন প্লাটফর্মে পেশ করার জন্য যে সকল কাজ করা প্রয়োজন তাকেই ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়। একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে বিভিন্ন ধরণের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে যেমন:
- HTTP
- HTML
- CSS
- URL, J
- AVA ইত্যাদি
বন্ধুগণ আশা করি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা উপরের অংশ পড়ে জানতে পেরেছেন। নতুন করে আমি আপনাদের বলতে চাই, আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে আপনাকে প্রোগ্রামিং কোড এবং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে।
ওয়েবসাইট ডিজাইন করার নিয়ম
ওয়েব ডিজাইন করতে হলে আপনাকে প্রাথমিকভাবে এইচটিএমএল ল্যাংগুয়েজ সম্পর্কে বেশ ভালো জ্ঞান অর্জন করতে হবে মানে মোটকথা এই ভাষার উপর দক্ষতা রাখাটা জরুরি। আবার ওয়েবসাইট ডিজাইন করার জন্য আপনাকে অবশ্যই এইচটিএমএল শিখে নিতে হবে। যার উপর ভিত্তি করে আপনি ফিউচারে যেকোনো ওয়েবসাইট ডিজাইন এর কাজ সেরে ফেলতে পারবেন।
এই ক্ষেত্রে, আপনাকে যেকোনো সেন্টার থেকে কোর্স হিসেবে HTML শিখতে হবে। কারণ কোর্স ছাড়া ওয়েব ডিজাইন ভালোভাবে শেখা আসলে একটু কঠিন। অন্যদিকে, যারা নতুন তারা সবসময় একঘেয়েভাবে CSS শেখার জন্য প্রস্তুত থাকবে।
যেহেতু নিখুঁত টাইপোগ্রাফির উপর ভিত্তি করে গড়ে উঠে সেহেতু আপনাকে সিএসএস শিখতে হবে। কেননা সিএসএসকে কাজে লাগিয়েই আপনি যেকোনো ওয়েবসাইটের টাইপোগ্রাফির কাজ করবেন। এছাড়াও যেকোনো ওয়েবসাইট এর বাকি ডিজাইনগুলো এটার উপর ভিত্তি করেই ক্রিয়েট হয়ে থাকে।
ওয়েব ডিজাইনের ধাপ সমূহ
একটি ভালো ওয়েবসাইট ডিজাইন করার জন্য আপনাকে বেশ কয়েকটি ধাপ অনুসরণ বা অবলম্বন করতে হবে। যেগুলো সাহায্যে আপনি চাইলে খুব সহজে একটি ওয়েবসাইটকে ভালোভাবে গ্রাহকের পছন্দ মোতাবেক ডিজাইন করে নিতে পারবেন। নিম্নে কিছু ওয়েব ডিজাইনের ধাপসমূহ দেয়া হলোঃ
- গ্রাফিক্স ডিজাইন (গ্রাফিক্স ডিজাইন)
- ওয়েব টেমপ্লেট স্লি সিং
- কোডিং ও ডাটাবেজ হ্যান্ডেলিং
- টেক্স (Text)
- ইমেজ (Image)
- অ্যানিমেশন (Animation)
- অডিও (Audio)
- ভিডিও (Video)
- টেস্টিং ও ডি বাগিং (Testing and debugging)
- এইচটিটিপি (HTTP)
ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার
২০২৫ সালের মধ্যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের প্রবৃদ্ধি আরও ২৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া, এটি নিশ্চিত করা উচিত যে এর ভবিষ্যৎ এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে না। আপনি যদি ভালোভাবে কোডিং করতে পারেন, তাহলে এর চাহিদাকে কখনও শেষ না হওয়া পর্যন্ত বিবেচনা করা যেতে পারে। এছাড়াও, ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার হিসেবে বাংলাদেশে একটি অত্যন্ত আশাব্যঞ্জক ফ্রিল্যান্সিং সাইট।
বর্তমানে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট ও apps এর চাহিদার কারণে ওয়েব ডেভেলপারদের চাহিদা অনেক বেশি এবং তা ক্রমবর্ধমান অর্থাৎ বেড়েই চলেছে। আবার এই ফিল্ডে আয় অনেক বেশি হয় এরকম সম্ভাবনাময় একটি ফিল্ডে ক্যারিয়ারের সত্যিকারের রূপটা ঠিক কেমন তা অনেকের কাছেই অজানা। কারো যদি php মাইস্য়েল এর পাশাপাশি এইচটিএমএল সিএসএস জাভা সহ আরো বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা না থাকে।
কিন্তু সে এই ওয়েব ডেভেলপমেন্টের কাজটি কোনওভাবেই করতে পারবে না। সেক্ষেত্রে W3 স্কুল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এখানে আপনি বিনামূল্যে বিভিন্ন কোডিংয়ের মাধ্যমে সহজেই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে পারবেন। একটি নতুন ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে ইন্টারনেটে লাইভ করা পর্যন্ত, একটি সাইটের ওয়েব ডেভেলপমেন্টের কাজ চলতে থাকে, যেখানে সমস্ত কাজ একত্রিত করার নাম ওয়েব ডেভেলপমেন্ট।
ওয়েব ডিজাইন কোর্স
আমরা যদি একজন ওয়েব ডিজাইনার হতে চাই, তাহলে আমাদের অবশ্যই ওয়েব ডিজাইন শিখতে হবে। তবে, অনেকেই নতুন হিসেবে ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী, কিন্তু অনেকেই ওয়েব ডিজাইন কীভাবে শিখবেন এই প্রশ্নে আটকে যান। ওয়েব ডিজাইন কীভাবে শিখবেন তা নিয়ে খুব বেশি চিন্তা না করে কীভাবে শিখবেন তা শিখুন।
বর্তমানে অনলাইনে এমন আছেন যারা প্রফেশনালি ওয়েব ডিজাইন প্রশিক্ষন দিচ্ছেন। তো আপনি চাইলে প্রথম দিকে ওয়েব ডিজাইনের বেসিক কিছু শিখতে অনলাইনে ওয়েবসাইট এর কোর্সগুলো দেখে শিখতে পারেন। তাছারা আপনি ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেখে ওয়েব ডিজাইন শিখতে পারেন।
আর মূলত ওয়েব ডিজাইন শেখার আসল উদ্দেশ্যই হচ্ছে ওয়েব ডিজাইনার হিসেবে নিজের বাকি জীবন কে সাজিয়ে একটি ভালো ক্যারিয়ার শুরু করা, তাই আপনাকে এক্ষেত্রে অনলাইনে ও ইউটিউব ভিডিও হতে শিখে নিতে হবে এর পাশাপাশি একটি ভালো প্রতিষ্ঠান থেকে দীর্ঘমেয়াদি একটি ওয়েব ডিজাইন কোর্স করে নিতে হবে। এতে করে আপনি নিজেকে দক্ষ ওয়েব ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারবেন।
ওয়েব ডিজাইন সম্পর্কে লেখকের মতামত
বর্তমান সময়ে আপনি যদি ফ্রিল্যান্সিং জগতে এসে অর্থ উপার্জন করতে চান তাহলে ওয়েব ডিজাইন এর স্কিল শিখতে হবে। কেননা বর্তমান আধুনিক সময়ের অন্যতম লাভজনক ক্ষেত্র হচ্ছে ওয়েব ডিজাইন। এই প্লাটফর্ম থেকে ভালো দক্ষতা অর্জন করতে পারলে, আপনি অবশ্যই সফল হয়ে উঠবেন। এবং এর পাশাপাশি অর্থ উপার্জন করতে পারবেন। তো আশা করছি ওয়েব ডিজাইন সম্পর্কিত এই আর্টিকেলটি পড়ে আপনার বেশ ভালোই উপকারে আসবে।
আর আজকের পোষ্ট এই ছিল আমাদের ওয়েব ডিজাইন এর খুঁটিনাটি বিষয়াদি। আপনি যদি আর্টিকেলটি শুরু পড়েন তাহলে থাকলে আপনি হয়তো ওয়েব ডিজাইন এর কাজ কি ও ওয়েব ডিজাইন কোর্স নিয়ে জেনে নেওয়ার পাশাপাশি, ওয়েব ডিজাইন কত প্রকার, ওয়েবসাইট ডিজাইন করার নিয়ম, ওয়েব ডিজাইনের ধাপ সমূহ, ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার ইত্যাদিসহ বিষয়ে বিস্তারিত জেনে গেছেন।